How to play!?

Its very simple and easy. For better understanding instructions are written in Bangla.

বলতে গেলে গেমের টাইপ হল :

ধর তক্তা মার পেরেক!

Nafi

গেমটা ইন্সটলার করার পর প্রথম যে “AR CAMERA ” আসে সেটা দিয়েই গেম খেলা শুরু করতে হবে

গেমটি সোফায় বসে খেলতে পারবেন না!

AR CAMERA তে গেলে আপনার ক্যামেরা অন হয়ে যাবে। যেটা দিয়ে আমাদের নিটার ক্যাম্পাসের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে স্ক্যান করতে হবে!

কিছু ছবি বা আর্ট কে স্ক্যান করলে আপানকে একটা CLUE দেওয়া হবে। সেই CLUE বুঝে আপনাকে পরবর্তি জায়গা বা আর্ট খুজে নিতে হবে।

এভাবে করে পুরো ক্যাম্পাস খুজা আপনার শেষ হয়ে যাবে। হয়ত শেষ এ যেতে পারলে গুপ্ত Treasure টা ও পেয়ে যাবেন!!!

গেমের ক্লু গুলো সলভ করার সময় একটা অজানা গল্পের ও সন্ধান পাবেন। ওটা মাথায় রাখবেন।
হতে পারে সেটা আসল গুপ্তধনের চাবি।

যদি গল্প ভুলে যান হতে পারে আবার প্রথম থেকে শুরু করা লাগতে পারে আপনার অভিজান।

গল্পের পুরো অংশ টুকু যদি আপনি পেয়ে যান অর্থাৎ সব কয়টি গোপন জায়গা যদি খুজে পেয়ে যান তবে আপনাকে এই ওয়েবসাইটে এসে Final Stage পেজ এ গিয়ে যাকে নিয়ে গল্প অর্থাৎ গল্পের মেইন ক্যারেটারের পুুুরো নাম টি password হিসেবে দিতে হবে। নামের বানানে কোনো স্পেস থাকবে না এবং capital letter ব্যাবহার করতে হবে। তারপর সেই পেজ এ আসা ফর্মটি অবস্যই ফিলাপ করতে হবে।

** ফর্ম ফিলাপ করা না হলে বিজয়ী হিসেবে গন্য করা হবে না।।

Design a site like this with WordPress.com
Get started